REFUND & RETURN POLICY

রিফান্ড ও রিটার্ন নীতিমালা

StoreGoCity.com
সর্বশেষ হালনাগাদ: ৩১ জুলাই ২০২৫

StoreGoCity সবসময় গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেহেতু আমরা মূলত ডিজিটাল পণ্য (যেমন: লাইসেন্স কি, সফটওয়্যার, সাবস্ক্রিপশন) সরবরাহ করি, তাই রিফান্ড ও রিটার্নের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করি।


🔁 ডিজিটাল পণ্য (লাইসেন্স, কী, সাবস্ক্রিপশন)

• একবার কোনো লাইসেন্স কী, কোড বা সফটওয়্যার প্রোডাক্ট ইমেইল বা WhatsApp–এর মাধ্যমে ডেলিভারি হয়ে গেলে, সেটি চূড়ান্ত ধরা হবে এবং ফেরতযোগ্য নয়
• শুধুমাত্র যেসব পণ্য ত্রুটিপূর্ণ বা কাজ না করে — সেসব ক্ষেত্রে ওয়ারেন্টি সময়ের মধ্যে আমাদের সাপোর্ট টিমের যাচাই সাপেক্ষে প্রতিস্থাপন (replacement) দেওয়া হবে।
• নিম্নলিখিত কারণগুলোতে রিফান্ড প্রযোজ্য হবে না:

  • ক্রেতার ভুল পণ্য নির্বাচন

  • সফটওয়্যারের ভার্সন/ডিভাইসের সাথে অসামঞ্জস্যতা

  • পূর্বে ইন্সটলকৃত পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যারের সমস্যা

  • ইনস্টল করতে না পারা বা নিজের কারণে ভুল ব্যবহার


📦 ফিজিক্যাল পণ্য (যদি প্রযোজ্য হয়)

• যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছে, তাহলে গ্রাহককে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদেরকে ছবি/ভিডিওসহ জানাতে হবে।
• প্রোডাক্ট বর্ণনায় উল্লেখ থাকলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
• রিফান্ড সাধারণত ফিজিক্যাল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যদি না তা পূর্ব থেকেই উল্লেখ থাকে।


📌 গুরুত্বপূর্ণ তথ্য:

• সাপোর্ট বা রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় নিচের তথ্যগুলো বাধ্যতামূলক:

  • অর্ডার আইডি বা পেমেন্ট রশিদ

  • স্ক্রিনশট বা ভিডিও প্রমাণ

  • প্রয়োজনে TeamViewer/AnyDesk–এর মাধ্যমে রিমোট এক্সেস

• StoreGoCity তার ঘোষিত শর্তাবলীর বাইরে কোনো রিফান্ড বা রিপ্লেসমেন্ট অনুরোধ গ্রহণ করতে বাধ্য নয়


📞 আমাদের সাথে যোগাযোগ করুন:

যদি আপনি মনে করেন আপনি রিফান্ড বা রিপ্লেসমেন্টের জন্য উপযুক্ত, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন:

📧 ইমেইল: storegocity@gmail.com
📱 WhatsApp: +8801982010120
🌐 ওয়েবসাইট: https://storegocity.com


StoreGoCity.com–এ অর্ডার করার মাধ্যমে আপনি এই রিফান্ড ও রিটার্ন নীতিমালায় সম্মতি প্রকাশ করছেন। অনুগ্রহ করে অর্ডারের আগে প্রোডাক্টের বর্ণনা ও ওয়ারেন্টি শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।

Refund and Returns Policy

StoreGoCity.com
Last Updated: July 31, 2025

At StoreGoCity, we strive to ensure customer satisfaction by delivering 100% original digital products. However, due to the nature of digital goods, we follow strict refund and return policies to prevent misuse and maintain service quality.


🔁 Digital Products (Licenses, Keys, Subscriptions)

• Once a license key, subscription code, or software product is delivered via email or WhatsApp, it is considered final and non-refundable.
No returns or exchanges are allowed for digital products unless the product is defective or unusable, and verified by our support team.
• If a delivered key does not work and the customer reports the issue within the warranty period, StoreGoCity will investigate and replace the product if necessary.
• Refunds will not be granted for issues caused by:

  • Wrong product selection by the customer

  • Compatibility problems (unsupported device or version)

  • Existing pirated or cracked software conflicts

  • Customer delay or failure to install the product properly


📦 Physical Products (if applicable)

• If a physical product is delivered damaged or defective, customers must notify StoreGoCity within 48 hours of delivery with clear photos or videos as proof.
• Eligible physical items may be replaced under the replacement warranty mentioned in the product description.
Refunds are not applicable for physical items unless clearly stated.


📌 Important Notes

• To process a support or replacement request, customers must provide:

  • Order ID or payment confirmation

  • Screenshot/video proof of the issue

  • Remote access (via TeamViewer/AnyDesk) if necessary

• StoreGoCity reserves the right to refuse refund or replacement requests that fall outside our stated warranty and usage policies.


📞 Need Help?

If you believe you are eligible for a replacement or have any concerns about your order, please contact us directly:

📧 Email: storegocity@gmail.com
📱 WhatsApp: +8801982010120
🌐 Website: https://storegocity.com


By making a purchase on StoreGoCity.com, you agree to this Refund & Returns Policy. Please review product descriptions and warranty details before completing any purchase.

Shopping Cart
Scroll to Top