TERMS & CONDITIONS

শর্তাবলী

StoreGoCity.com
সর্বশেষ হালনাগাদ: ৩১ জুলাই ২০২৫


১. লাইসেন্স, সাবস্ক্রিপশন ও অন্যান্য সার্ভিস প্রোডাক্টের ওয়ারেন্টি নীতিমালা:

  • প্রতিটি লাইসেন্স, সাবস্ক্রিপশন বা সার্ভিস পণ্যের বিবরণে উল্লিখিত ওয়ারেন্টি সময় অনুযায়ী সেটি কার্যকর হবে।

  • ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে, ব্যবহারকারীকে StoreGoCity-এর কাস্টমার সাপোর্টে (📧 storegocity@gmail.com / 📱 01982010120) যোগাযোগ করতে হবে।

  • ফিজিক্যাল প্রোডাক্টের জন্য নির্ধারিত সময় পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য।


২. পণ্য ডেলিভারির নিয়মাবলী:

  • আমাদের প্রোডাক্ট ও সার্ভিসগুলো মূলত ডিজিটাল, তাই এগুলো ইমেইল বা WhatsApp-এর মাধ্যমে ডেলিভারি করা হয়।

  • অর্ডার করার সময় সঠিক ইমেইল ঠিকানা প্রদান করতে হবে। ভুল ইমেইল দিলে ওয়ারেন্টি সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

  • সাধারণত পণ্য তাৎক্ষণিক থেকে ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে ৭২ ঘণ্টা বা তার বেশি সময় লাগতে পারে।

  • আমাদের ডেলিভারি পলিসি মেনে চলা বাধ্যতামূলক।


৩. ওয়ারেন্টি সাপোর্ট:

  • ওয়ারেন্টি সময়ের মধ্যে লাইসেন্স পরিবর্তন বা সমস্যার সমাধান StoreGoCity প্রদান করবে।

  • সফটওয়্যার ইন্সটলেশন (যেমন: Windows, Office, Crack সফটওয়্যার) বা ভুল ভার্সনের কারণে সৃষ্ট সমস্যার জন্য StoreGoCity দায়ী নয়।

  • রিমোট সাপোর্টের জন্য TeamViewer বা AnyDesk থাকা বাধ্যতামূলক।

  • ওয়ারেন্টি সময় পেরিয়ে গেলে কোনো সাপোর্ট প্রদান করা হবে না।

  • বিক্রয়কৃত প্রোডাক্ট ব্যতীত অন্যান্য বিষয়ে সাপোর্ট প্রদান বাধ্যতামূলক নয়।

  • শুধুমাত্র পণ্যের বর্ণনায় উল্লিখিত সমস্যা ও শর্তই গ্রহণযোগ্য হবে।

  • যেসব পণ্যে ওয়ারেন্টি নেই, সেগুলোর জন্য কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রযোজ্য নয়।


৪. পরিষেবা স্থগিত/বন্ধ করার শর্ত:

  • যদি কোনো ব্যবহারকারী সাইটের শর্ত লঙ্ঘন করেন, StoreGoCity পূর্ব নোটিশ ছাড়াই তার পরিষেবা বন্ধ বা স্থগিত করতে পারে।

  • পরিষেবা স্থগিত হলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না।


৫. পেমেন্ট নীতিমালা:

  • ব্যবহারকারীকে StoreGoCity-এর পেমেন্ট পলিসি অনুযায়ী পেমেন্ট করতে হবে।

  • পেমেন্ট সংক্রান্ত সব শর্ত আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে।


৬. পরিষেবার ব্যবহার ও আইনগত দায়িত্ব:

  • StoreGoCity কোনো কোম্পানির অফিসিয়াল রিসেলার নয়; কিছু প্রোডাক্ট অফিসিয়ালি, কিছু আন-অফিসিয়ালি সংগ্রহ করে সরবরাহ করা হয়।

  • পণ্য ব্যবহারের সময় সংশ্লিষ্ট অফিসিয়াল শর্ত মেনে চলতে হবে। নিয়ম না মানলে সৃষ্ট সমস্যার জন্য আমরা দায়ী থাকব না।

  • শর্ত লঙ্ঘন করে StoreGoCity-কে দোষারোপ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


৭. পরিবর্তনের অধিকার:

  • StoreGoCity যেকোনো সময় এই শর্তাবলীতে পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধনের অধিকার রাখে।

  • এই পরিবর্তন নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।


📞 যোগাযোগ করুন:

StoreGoCity
📧 ইমেইল: storegocity@gmail.com
📱 WhatsApp: +8801982010120
🌐 ওয়েবসাইট: https://storegocity.com

📝 এই শর্তাবলীর মধ্যে উল্লেখ না থাকলে আলাদা করে কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। আপনি যদি এই ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি এই সকল শর্তাবলীতে সম্মতি দিয়েছেন।

TERMS & CONDITIONS

StoreGoCity.com

Last Updated: July 31, 2025


1. License, Subscription, and Service Warranty Policy:

• Every license, subscription, or digital service product includes a clearly stated warranty period in its product description. That warranty period will be considered valid.
• If a license, subscription, or service faces an issue within the warranty period, the customer must contact StoreGoCity support (📧 storegocity@gmail.com / 📱 +8801982010120).
• For physical products, a limited-time replacement warranty will apply, as mentioned in the product description.


2. Product Delivery Policy:

• As our services are primarily digital, products are delivered via email or WhatsApp. In special cases, physical delivery may be arranged.
• Please ensure the correct email address is provided at the time of order. If a wrong email is submitted, you must contact us within the warranty period.
• Product delivery is usually instant to within 30 minutes, but in rare cases may take up to 72 hours or longer.
• You must follow our official Delivery Policy regarding all delivery-related matters.


3. Warranty Support Guidelines:

• If the issue occurs within the warranty period, StoreGoCity will provide support—such as license replacement or fixing subscription access.
• We are not obligated to offer installation support for Windows, Office, or other software. We do not support cracked software, incorrect versions, or customer device-related issues.
• Remote support will only be provided via TeamViewer or AnyDesk, and having one of these tools installed is mandatory for assistance.
• Once the warranty period has expired, StoreGoCity will no longer be responsible for providing support.
• We are not responsible for any support beyond the product’s scope of service.
• Complaints or claims that fall outside the product description or warranty will not be accepted.
• Only products that include a warranty explicitly in the listing are eligible for warranty service. Others will not receive any guarantee or warranty.


4. Suspension of Services:

• If a user violates any usage policy or misuses our services, StoreGoCity reserves the right to suspend or terminate the account at any time without prior notice.
• In such cases, no refunds will be issued.


5. Payment Policy:

• Users must comply with StoreGoCity’s official payment policies when placing orders.
• All terms regarding payments are detailed in the Payment Policy on our website.


6. Legal Use & Responsibility:

• StoreGoCity is not an official reseller of any brand. Some products are officially sourced, while others are unofficial.
• After purchasing a product, the customer must follow the product’s official usage terms and policies. StoreGoCity will not be responsible for any issues caused by policy violations.
• If a user violates product terms and attempts to hold StoreGoCity liable, we reserve the right to take appropriate legal action.


7. Right to Modify Terms:

• StoreGoCity reserves the right to modify, update, or change any term or condition at any time.
• Third-party intervention regarding our internal policies will not be accepted.


📞 Contact Information:

StoreGoCity
📧 Email: storegocity@gmail.com
📱 WhatsApp: +8801982010120
🌐 Website: https://storegocity.com


📝 By using our website, you agree to all the above terms and conditions. Any claim outside this document will not be accepted.

Shopping Cart
Scroll to Top