TERMS & CONDITIONS
শর্তাবলী
StoreGoCity.com
সর্বশেষ হালনাগাদ: ৩১ জুলাই ২০২৫
১. লাইসেন্স, সাবস্ক্রিপশন ও অন্যান্য সার্ভিস প্রোডাক্টের ওয়ারেন্টি নীতিমালা:
প্রতিটি লাইসেন্স, সাবস্ক্রিপশন বা সার্ভিস পণ্যের বিবরণে উল্লিখিত ওয়ারেন্টি সময় অনুযায়ী সেটি কার্যকর হবে।
ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে, ব্যবহারকারীকে StoreGoCity-এর কাস্টমার সাপোর্টে (📧 storegocity@gmail.com / 📱 01982010120) যোগাযোগ করতে হবে।
ফিজিক্যাল প্রোডাক্টের জন্য নির্ধারিত সময় পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রযোজ্য।
২. পণ্য ডেলিভারির নিয়মাবলী:
আমাদের প্রোডাক্ট ও সার্ভিসগুলো মূলত ডিজিটাল, তাই এগুলো ইমেইল বা WhatsApp-এর মাধ্যমে ডেলিভারি করা হয়।
অর্ডার করার সময় সঠিক ইমেইল ঠিকানা প্রদান করতে হবে। ভুল ইমেইল দিলে ওয়ারেন্টি সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
সাধারণত পণ্য তাৎক্ষণিক থেকে ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে ৭২ ঘণ্টা বা তার বেশি সময় লাগতে পারে।
আমাদের ডেলিভারি পলিসি মেনে চলা বাধ্যতামূলক।
৩. ওয়ারেন্টি সাপোর্ট:
ওয়ারেন্টি সময়ের মধ্যে লাইসেন্স পরিবর্তন বা সমস্যার সমাধান StoreGoCity প্রদান করবে।
সফটওয়্যার ইন্সটলেশন (যেমন: Windows, Office, Crack সফটওয়্যার) বা ভুল ভার্সনের কারণে সৃষ্ট সমস্যার জন্য StoreGoCity দায়ী নয়।
রিমোট সাপোর্টের জন্য TeamViewer বা AnyDesk থাকা বাধ্যতামূলক।
ওয়ারেন্টি সময় পেরিয়ে গেলে কোনো সাপোর্ট প্রদান করা হবে না।
বিক্রয়কৃত প্রোডাক্ট ব্যতীত অন্যান্য বিষয়ে সাপোর্ট প্রদান বাধ্যতামূলক নয়।
শুধুমাত্র পণ্যের বর্ণনায় উল্লিখিত সমস্যা ও শর্তই গ্রহণযোগ্য হবে।
যেসব পণ্যে ওয়ারেন্টি নেই, সেগুলোর জন্য কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রযোজ্য নয়।
৪. পরিষেবা স্থগিত/বন্ধ করার শর্ত:
যদি কোনো ব্যবহারকারী সাইটের শর্ত লঙ্ঘন করেন, StoreGoCity পূর্ব নোটিশ ছাড়াই তার পরিষেবা বন্ধ বা স্থগিত করতে পারে।
পরিষেবা স্থগিত হলে কোনো টাকা ফেরত দেওয়া হবে না।
৫. পেমেন্ট নীতিমালা:
ব্যবহারকারীকে StoreGoCity-এর পেমেন্ট পলিসি অনুযায়ী পেমেন্ট করতে হবে।
পেমেন্ট সংক্রান্ত সব শর্ত আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া আছে।
৬. পরিষেবার ব্যবহার ও আইনগত দায়িত্ব:
StoreGoCity কোনো কোম্পানির অফিসিয়াল রিসেলার নয়; কিছু প্রোডাক্ট অফিসিয়ালি, কিছু আন-অফিসিয়ালি সংগ্রহ করে সরবরাহ করা হয়।
পণ্য ব্যবহারের সময় সংশ্লিষ্ট অফিসিয়াল শর্ত মেনে চলতে হবে। নিয়ম না মানলে সৃষ্ট সমস্যার জন্য আমরা দায়ী থাকব না।
শর্ত লঙ্ঘন করে StoreGoCity-কে দোষারোপ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. পরিবর্তনের অধিকার:
StoreGoCity যেকোনো সময় এই শর্তাবলীতে পরিবর্তন, সংশোধন বা পরিবর্ধনের অধিকার রাখে।
এই পরিবর্তন নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
📞 যোগাযোগ করুন:
StoreGoCity
📧 ইমেইল: storegocity@gmail.com
📱 WhatsApp: +8801982010120
🌐 ওয়েবসাইট: https://storegocity.com
📝 এই শর্তাবলীর মধ্যে উল্লেখ না থাকলে আলাদা করে কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। আপনি যদি এই ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি এই সকল শর্তাবলীতে সম্মতি দিয়েছেন।
TERMS & CONDITIONS
StoreGoCity.com
Last Updated: July 31, 2025
1. License, Subscription, and Service Warranty Policy:
• Every license, subscription, or digital service product includes a clearly stated warranty period in its product description. That warranty period will be considered valid.
• If a license, subscription, or service faces an issue within the warranty period, the customer must contact StoreGoCity support ( storegocity@gmail.com /
+8801982010120).
• For physical products, a limited-time replacement warranty will apply, as mentioned in the product description.
2. Product Delivery Policy:
• As our services are primarily digital, products are delivered via email or WhatsApp. In special cases, physical delivery may be arranged.
• Please ensure the correct email address is provided at the time of order. If a wrong email is submitted, you must contact us within the warranty period.
• Product delivery is usually instant to within 30 minutes, but in rare cases may take up to 72 hours or longer.
• You must follow our official Delivery Policy regarding all delivery-related matters.
3. Warranty Support Guidelines:
• If the issue occurs within the warranty period, StoreGoCity will provide support—such as license replacement or fixing subscription access.
• We are not obligated to offer installation support for Windows, Office, or other software. We do not support cracked software, incorrect versions, or customer device-related issues.
• Remote support will only be provided via TeamViewer or AnyDesk, and having one of these tools installed is mandatory for assistance.
• Once the warranty period has expired, StoreGoCity will no longer be responsible for providing support.
• We are not responsible for any support beyond the product’s scope of service.
• Complaints or claims that fall outside the product description or warranty will not be accepted.
• Only products that include a warranty explicitly in the listing are eligible for warranty service. Others will not receive any guarantee or warranty.
4. Suspension of Services:
• If a user violates any usage policy or misuses our services, StoreGoCity reserves the right to suspend or terminate the account at any time without prior notice.
• In such cases, no refunds will be issued.
5. Payment Policy:
• Users must comply with StoreGoCity’s official payment policies when placing orders.
• All terms regarding payments are detailed in the Payment Policy on our website.
6. Legal Use & Responsibility:
• StoreGoCity is not an official reseller of any brand. Some products are officially sourced, while others are unofficial.
• After purchasing a product, the customer must follow the product’s official usage terms and policies. StoreGoCity will not be responsible for any issues caused by policy violations.
• If a user violates product terms and attempts to hold StoreGoCity liable, we reserve the right to take appropriate legal action.
7. Right to Modify Terms:
• StoreGoCity reserves the right to modify, update, or change any term or condition at any time.
• Third-party intervention regarding our internal policies will not be accepted.
Contact Information:
StoreGoCity Email: storegocity@gmail.com
WhatsApp: +8801982010120
Website: https://storegocity.com
By using our website, you agree to all the above terms and conditions. Any claim outside this document will not be accepted.